top of page

শান্তিরামটোলা শ্রীশ্রী দরিদ্র নারায়ণ আশ্রম

ধর্ম চক্রসংঘ

      যে বৈদিক চতুরাশ্রম এর প্রাথমিক ব্রহ্মচর্য শিক্ষা মনুষ্য জাতিগনের মধ্য হতে সম্পূর্ণরূপে বাদ হওয়ায় তারা জাতিগন প্রকৃত ধর্ম জীবন লাভে বঞ্চিত হইয়া পড়িয়াছে সেই বৈদিক বিদ্যালয় "শ্রীশ্রী দরিদ্র নারায়ন আশ্রম"।

       হে জাতিগণ আমাদের আধ্যাত্মিক ভারত আমাদের ধর্ম উজ্জ্বল দীপ্তিপূর্ণ। আমাদের ধর্মে মিলনের সামগান। আবার অষ্টম বর্ষ বালক বালিকা বৃন্দ ব্রহ্মচর্য সাধন কৌশল শিক্ষার নিয়ে অসীম শক্তির অধিকার লাভ করুক আবার ব্রহ্ম জ্ঞানী তে ভারত পরিপূর্ণ হোক আবার দেবরাজ স্থাপিত হোক এই সত্য সমাচার জাতিগণের নিকট প্রচার করছি।

        বৈদিক বিদ্যামন্দিরে বালক এবং বালিকা বৃন্দের ছাত্রাবাস নির্মাণ। চন্দ্রনাথ গ্রন্থাগারে যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। সংঘগুরু সাহিত্য জ্ঞান ভান্দার।

স্বরবিজ্ঞান প্রশিক্ষণ কেন্দ্র। স্বর্গীয় উপদেশাম্রিত বানী। কম্পিউটার প্রেস। আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র।  হমিওপাথিক দাতব্য চিকিৎসা কেন্দ্র। অতিথি ভবন নির্মাণ । আশ্রামে যোগ অভ্যাস কেন্দ্র ও বৈদিক শান্তি যজ্ঞের জন্য ভবন নির্মাণ।

                                                                                                                                                    -বাণী-

১) মানবের শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্ম নিরূপণ।এই বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মার বচন।।
২) কিঞ্চিৎ মাত্র আত্মতত্ত্বে মতি নাই যার। সে মানব পায়না মানব্যতের অধিকার।।
৩) পশু হতে মানব শ্রেষ্ট হয় কোন গুনে। একমাত্র শ্রেষ্ঠ মানব আত্ম তত্ত্বের জ্ঞানে।।
                                                                                                            -সংঘ গুরু।

 

 

"হিন্দু ধর্মই সনাতন ধর্ম। ইদানিং যে যে সকল ধর্ম দেখছ এসব তাঁরই ইচ্ছা হবে যাবে থাকবেনা হিন্ধু ধর্ম বরাবর আছে, আর বরাবর থাকবে।"

                                                                                                                                                                 - শ্রীশ্রী রামকৃষ্ণ কথা মৃত শ্রীম কথিত। অখণ্ড সংস্করণ পৃ - ৬৭৮

                                                                                                                                                                                                         

"সমগ্র মানবজাতির উন্নতি কল্পে শান্তিপ্রিয় হিন্দুর ও কিছু দিবার আছে, আধ্যাত্মিক আলোকিই পৃথিবীর কাছে ভারতের দান।"

                                                                                                                                                                   - স্বামী বিবেকানন্দ জী মহারাজ।  বাণী ও রচনা পঞ্চমখণ্ড পৃ - ৮

 

-ওম শান্তি-

সুধীভক্ত বৃন্দ,

      হে আমার প্রিয়তম জাতিগণ হে আমার আধ্যাত্মিক ভারতের সন্তান সন্ততিগণ সংঘ গুরু চন্দ্রনাথ যোগী আবার বৈদিক শিক্ষা ও ঋষিধর্ম প্রবর্তন করেছেন তিনি বিভিন্ন গান কবিতা বাণী আবৃতি পাঠ এবং যোগাসনের মাধ্যমে মানবিগনকে সর্বদা শিক্ষা প্রদান করেছেন। আবার তিনি যজ্ঞের মাধ্যমে মানব মানবিগনকে আত্মতত্ত্ব ব্রহ্মবিদ্যা শিক্ষা বিতরণ করেছেন। এসো আবার আমরা সকলে ভাই ভাই মিলে প্রেমের পথে ঐক্যবদ্ধ হই আবার আমাদের ভারত মাতার শান্তি করুণা বর্ষণ হোক আবার আমরা অধাত্ম তত্ত্ব লাভ করে শান্তি স্বর্গ লাভ করি। ওম শান্তি বিশ্ব শান্তি, অনেকে অনেক সেবক সন্তান সন্ততিগন সেই কর্মে ব্রত গ্রহণ করেছেন। বিশ্ববাসীর দানে মালদহে পাঁচটি, দক্ষিণ দিনাজপুরে পাঁচটি, জলপাইগুড়িতে নিউ আলিপুরদুয়ারে ভেলুর ডাবরি একটি, উত্তর দিনাজপুর ইটাহার থানার রুপাহারের একটি, মুর্শিদাবাদের বেনিয়া গ্রামে নিউ ফারাক্কা শ্মশানে আশ্রম গঠন আরম্ভ হয়েছে এবং চলছে আপনারা আসুন সেই প্রতিষ্ঠা কল্পে অযাচিত দান হোক প্রত্যেক মাসের অমাবস্যায় যযজ্ঞ ও বিনামূল্যে জাতি ধর্ম নির্বিশেষে ব্রহ্মবিদ্যা শিক্ষা দেওয়া হয় ও যোগাসন শেখানো হয়।

                                               জয় জয় বৈদিক ভারতের জয়।- ওম তৎসৎ
                                                                                                                                                                                                             

   ওম শান্তি

 প্রচার সত্য সমাচার। ধর্মচক্র  ধারায় প্রকাশ সত্য ধর্মের অনুষ্ঠানে বৈদিক নীতি শিক্ষা।

কেন্দ্র শ্রী শ্রী দরিদ্র নারায়ন আশ্রম।

 হে জাতিগণ গত ১৩৭৩ সনের 31 শে শ্রাবণ বিশ্বপিতা ধর্মচক্র পৃথিবীর পৃষ্ঠে প্রকাশ পেয়েছে যে বৈদিক নীতিমতে মানবের আদর্শ জীবন গঠিত হতো সেই বৈদিক ঋষিদের প্রদত্ত ব্রহ্মচর্যের সাধন বিলুপ্ত হওয়ায় পৃথিবী ঘোরতর তমসা লিপ্ত হয়ে পড়েছিল বা এখনো আছে। সেই লুপ্ত বেদকে আবার উদ্ধার করতে এবার মৎস্য রূপের নয় এবার পরম পিতা শিলা রুপে প্রকাশ দিয়েছে। তোমরা যে আত্মগীত তোমরা বিস্মৃত হয়ে নিজ নিজের পথে চলেছো। সেই আত্মজ্ঞান ব্রহ্মবিদ্যা উহা তিনি বিতরণ করেছেন তারই সেবক সন্তান-সন্ততি গনের দ্বারা যারা মহাকালের হাত হতে রক্ষা পেতে চাও যারা বংশকে সত্যে প্রতিষ্ঠা করতে চাও তারা অবিলম্বে আত্ম গীত ধরো ঋষি পদাশ্রয় কর ধর্মচক্র প্রবেশ কর বলছি না ধর্মচক্র তোমাদিগকে জাগরণ দিচ্ছে তোমরা যে যেভাবে পারো আত্মরক্ষার শিক্ষা গ্রহণ করো গীতার শাশ্বত বাক্য স্মরণে আনো

যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারতঃ। অভ্যুথানম ধর্মস্য  তদাতনম    সৃজাম্যহম ।।

পরিত্রানায় সাধুনাং বিনাশায়  চ দুস্ক্রিতাম্‌। ধর্মসংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে।।

- সংঘ গুরু চন্দ্র নাথ যোগী।

  শান্তিরামটোলা শ্রীশ্রী দরিদ্র নারায়ণ আশ্র

 

"সমগ্র মানবজাতির উন্নতি কল্পে শান্তিপ্রিয় হিন্দুর ও কিছু দিবার আছে, আধ্যাত্মিক আলোকিই পৃথিবীর কাছে ভারতের দান।"

- স্বামী বিবেকানন্দ বাণী ও রচনা:- পৃষ্ঠা নম্বর ৮

WhatsApp Image 2024-05-03 at 15.49.27 (1).jpeg
bottom of page